Header Ads

ইউটিউব মার্কেটিং (YouTube Marketing) মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন

ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম বিষটা ভাবতেই অনেক ভালো লাগে ।
আপনি চাইলে আপনার  হাতে থাকা মোবাইল বা ক্যামেরা দিয়ে ভিডিও করে ভালোভাবে ইডিট করে ইউটিউব এ আপলোড করে টাকা ইনকাম করতে পারেন 

Youtube Marketing করার জন্য আপনাকে একটি চ্যানেল বানাতে হবে এবং চ্যানেল ভালোভাবে কাস্টোমাইজ করতে হবে জেন আপনার চ্যানেল দেখতে খুবই ভালো লাগে ।এরপর ভিডিও আপলোড করা শুরু করুন । আপনার চ্যানেলে যখন এক হাজার সাবস্কাইবার হয়ে যাবে এবং ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম  (আপনার সব ভিডিও মিলে যখন পাবলিক ৪হাজার ঘন্টা দেখব)হয়ে যাবে তখন আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন ।তখন থেকে আপনার ইনকাম শুরু হবে ।
তবে কখনো আপনি অন্যর ভিডিও নিজের চ্যানেল এ আপলোড করবেন না 
তাহলে মনিটাইজ পাবেন না এবং ইনকাম করতে পারবেন না 
এই বিষয়ে আরো কিছু জানার থাকলে কমেন্ট করুন 
[ধন্যবাদ সবাইকে ]

No comments

Powered by Blogger.