Top 16 bogging niche Ideas (ব্লগিং করার জন্য সেরা ১৬ টি নিস )
প্রথমেই জেনেই
What is niche) নিস কি ?
নিস মানে হচ্ছে বিষয় । আপনি কোন বিশয় নিয়ে লেখালেখি করবেন সেটাকেই বলা হচ্ছে নিস বা টপিক ।
What is the Ways ? কয় ভাবে ব্লগিং করা যায় ?
ব্লগিং দুই ভাবে করা যায়
১। YouTube ইউটিউব ( ভিডিও কন্টেন্ট )
২। Website ওয়েবসাইট ( কন্টেন্ট রাইটি )
1. Recipes & Cooking
আপনি যদি কুকিং করতে ভালবাসেন তা হলে এই নিশ নিয়ে কাজ করতে পারেন। বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে হয় , খারার তৈরি করতে কি কি উপাদান দরকার তা পেজেন্ট করা ।
2. Food Reviews
এই ধরনের ব্লগ গুলোতে সাধারনত বিভিন্ন ধরনের খাবার রিভিউ করা হয় । খাবার গুলোর গুনোগত মান কেমন , দাম কেমন , কোথায় পাওয়া যায় এই বিষয় গুলো সাধারনত আলোচনা করা হয় ।
3 . How to Guides
এই ধরনের ব্লগে সাধারনত বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকে । মানুষ google এ তার বিভিন্ন সমস্যা সমাধানের সার্চ করে থাকে ।তাই আপনার ব্লগে বিভিন্ন সমস্যা আর সমাধান দিতে পারেন ।
4. Product Reviews
মানুষ যখন কোন নতুন পন্য কিনতে যায় তখন তারা গুগলে সার্চ দিতে থাকে তাদের বাজেটএর মধ্যে কোনটা বেস্ট তাই বিভিন্ন ধরনের পোডাক্ট নিয়ে লেখালেখি করা জেতে পারে ।
5. Breaking News
মানুষ দেশে বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় সম্পর্ক জানতে চায় ।
এই ধরনের বিষয় নিয়ে ইন্টারনেটে লেখালেখি করলে সফল হওয়া যেতে পারে ।
6. Travel City Guide
আপনি এমন কোন মানুষ খুজে পাবেন না যে ঘুরতে ভালবাসেনা ।তাই দেশে বিদেশে কোথায় কোন শহরে কি ধরনের জনপ্রিয়তা রয়েছে সে সব বিষয় নিয়ে ব্লগ লেখা যেতে পারে ।
7. Histroy
গল্প পরতে সবার ভালো লাগে তাই ইতিহাস বিষয় নিয়ে লেখালেখি করা যেতে পারে । দেশি বিদেশি বিখ্যাত মানুষ বা জিনিস নিয়ে লেখালেখি করা যেতে পারে ।
8. Beauty & Fashion
এখন সবাই চায় নিজেকে সুন্দর তুলতে । তাই নিজেকে কিভাবে স্মার্ট করে তোলা যায় সেটি নিয়ে ব্লগ তৈরি করা যেতে পারে ।
9. Business & Entrepreneur
এখন সবাই চায় নিজে কিছু করতে তাই কিভাবে নিজের ব্যাবসা নিয়ন্তন করতে হয় ,কিভাবে ব্যাবসা strat করতে হয় সেই বিষয় নিয়ে ব্লগ করা যেতে পারে
10. Digital Marketing
ইন্টারনেট কে ব্যাবহার করে কিভাবে পন্য পোচার করা যায় সেই বিষয় গুলো নিয়র লেখালেখলি করা । বর্তমানে এটি জনপ্রিয় হয়ে উঠেছে তাই নিয়ে ব্লগ লেখা যেতে পারে ।
11. Blogging Tips
বর্তমান বিশ্বে লাখ ও কোটি ওয়েবসাইট রয়েছে । এই ওয়েবসাইট গুলো দেখে অনেকেই ব্লগিং Start করতে চাচ্ছে তাই কিভাবে ব্লগিং করতে হয় সেই বিষয় এ লেখা লেখি করা জেতে পারে ।
12. Celebrity Gossip News
প্রতিটা মানুষ এর পছন্দের তারকা রয়েছে ।কোন তারকার কোন ছবি কখন প্রকাশ পাচ্ছে , তারা কখন কি করছে বা তারকাদের জিবন কাহিনি বিষয় নিয়ে লেখালেখি করা যেতে পারে ।
13. Health Care
মানুষ কোন না কোন সময় তাদের শারিরীক সমস্যা হয়ে থাকে । তাই যাদের মেডিকেল সাইন্স বিষয়ে ধারনা আছে তারা এই বিষয় নিয়ে ব্লগিং করতে পারেন ।
14. Pets
মানুষ সখ করে পোষা পানি পুষে থাকে ।পোষা পাণিদের কেমন খাবার দেওয়া দরকার ,কিভাবে পালন করতে হয় সেই বিষয় নিয়ে ব্লগ লেখা যেতে পারে ।
15. Sports
প্রত্যেকটা মানুষ কোন না কোন খেলা পছন্দ করে । তাই এই বিষয় নিয়ে একটা ব্লগ বানানো যেতে পারে এবং সেখানে খেলার আপডেট , খেলোয়ারদের লাইট স্টাইল নিয়ে লেখা লেখি করা জেরে পারে ।
16. Financial Advice
পিথিবীতে সবার টাকার প্রয়োজন তাই কিভাবে টাকা আয় করা যেতে পারে এবং সফল হওয়া যায় এই বিষয় নিয়ে লেখালেখি করা যেতে পারে
এইছিল ব্লগিং করা জন্য কিছু নিস আইডিয়া ।এইগুলো নিয়ে কাজ করলে সফল হওয়ার চান্স বেশি থাকবে ।
আপনি যদি English এ লিখতে পারেন তাহলে আরো ভালো হয় ।
No comments