ওয়েব ডিজাইন এর ধারনা Web Design Basic (static/front end web designer basic )
ওয়েব ডিজাইন মূলত কোড ও প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে করতে হয় । ওয়েব ডিজাইন মূলত দিক থেকে ২ প্রকার ঃ
১। Static
২। Dynamic
ওয়েব ডিজাইন শিখতে হলে যা যা শিখতে হবে তা হলো ঃ
- Html
- Css
- Javascript
- Jquery
- Bootstrap
এবং আপনি হয়ে যাবেন একজন static/front end web designe
এখন প্রশ্ন হলো আপনি আই গুলা কোথায় শিখবেন ।আমি বলব আপনি আগে এই সব বিষয় ভালো ভাবে জানুন । এই সকল বিষয়ে অনলাইনে অনেক Tutorial পাবেন । সেগুলো দেখুন তার পর যদি মনে হয় আপনি পারবেন তাহলে অনলাইন থেকেই শেখা শুরু করুন তারপর যদি আপনার মনে হয় যে আপনার যে কোন প্রতিষ্ঠানে শেখা উচিত তাহলে আপনি নিজেই অনলাইনে সার্চ করুন কোন প্রতিষ্ঠান আপনার জন্য ভালো হবে ।
No comments