Header Ads

Digital Orientation by Ayman Sadiq



আমার এক বন্ধু সেদিন আমাকে বললো, “জানিস আমরা না, শিক্ষিত হবার আগেই ডিজিটাল হয়ে গিয়েছি” শুনে অবাকই হলাম। প্রশ্ন করলাম,এর মানে কী? সে যা বললো,আমরা সবাই কিন্তু স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শুরুতে ওরিয়েন্টেশন পেয়েছি। কীভাবে কথা বলতে হয়,আচার ব্যবহার করতে হবে, কী করতে হবে না, এসব জ্ঞানও বলতে গেলে সেখান থেকেই জেনেছি আমরা। কিন্তু এই যে ডিজিটাল লাইফে চলে এলাম সবাই, যেমন ফেসবুকের জগতে প্রবেশ করার সময় কোন ওরিয়েন্টেশন কি পেয়েছি আমরা? আমি ততক্ষণে আশ্চর্য হয়ে ভাবছি, আরে আসলেই তো! আমার বন্ধুটি বলে উঠলো, “ফেসবুক একটা ভার্চুয়াল জগত, তাই বলে যা খুশি তা কিন্তু করা উচিৎ না এখানে। যেমন দেখ: মার্ক জাকারবার্গের লাইভ ভিডিওতে গিয়ে সুন্দরমতো কমেন্ট করে আসি, ভাই চিকন পিনের চার্জার হবে? ব্যাপারটা কিন্তু নেহাতই হাস্যকর পর্যায়ে থাকে না আসলে। কারণটা জানিস? আমই বললাম, “নাহ্‌! কী কারণ!” বন্ধুর উত্তর, “এই যে বাঙ্গালিদের এরকম কমেন্ট, এগুলো কিন্তু শুধু একজন মানুষকে রিপ্রেজেন্ট করে না। এগুলো একটা দেশকেও রিপ্রেজেন্ট করে। এসব দেখে বিদেশের মানুষেরা মনে করতেই পারে, বাঙ্গালিরা হচ্ছে বোকা, তারা জানেও না কোথায় কী কমেন্ট করতে হয় আবার মনে করতে পারে বাংলাদেশের মানুষ এই আধুনিক যুগেও চিকন পিনের চার্জার খুঁজে! যেটা আমাদের দেশের জন্য কী সাংঘাতিক অপমানজনক?” ওর কথা শুনে চিন্তা করে দেখলাম একশো ভাগ সত্যি কথা বলেছে বন্ধুটি। একেবারে মানসম্মানের ব্যাপার দেখছি! ভাবলাম কী করা যায় এটা নিয়ে। তখনই মাথায় আসলো, আমি নিজেই একটা ডিজিটাল ওরিয়েন্টেশন নিয়ে ফেলি না কেন! যেই ভাবা সেই কাজ, শুরু করে দিলাম এই নিয়ে একটা ভিডিও বানানো! ফেসবুককে কিন্তু আমাদের ডিজিটাল প্রোফাইল বলা যেতে পারে। তোমার বাস্তব জীবনের চেনা মানুষগুলোর থেকে এই ভার্চুয়াল জগতের চেনা মানুষের সংখ্যা কিন্তু বেশি। তাই তোমার ডিজিটাল ওরিয়েন্টেশন হবে ফেসবুক প্রোফাইল আর তার ব্যবহারগুলো নিয়েই! ফেসবুককে সঠিকভাবে ব্যবহার করার সবচে দরকারি ব্যাপারগুলো নিয়ে বলা যাক তাহলে। 

 ১। ফেসবুক আইডিঃ
ফেইসবুকে সবার নিজের নাম ব্যবহার করা উচিত। আমরা আমাদের এসএসসি/এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটে আমাদের পুরো নামটাই দেই, তাই না?আমার সার্টিফিকেট আমার জীবনে যত জায়গায় গিয়েছে তার থেকেও বেশি গেছে আমার ফেইসবুক আইডি। ফেসবুককে যেহেতু আমাদের ভার্চুয়াল প্রোফাইল বলা হচ্ছে, তাই ফেসবুকেও তোমার পুরো নামটা দেয়া উচিত। তোমার নাম সত্যিই যদি অদ্ভুত বালক, এঞ্জেল কণা বা ড্রিম বয় রিফাত না হয়ে থাকে, তাহলে সেগুলো বাদ দিয়েই তোমার ফেসবুক আইডির নাম দিতে হবে আসল নাম দিয়ে। নইলে কোন একদিন ফেসবুক সিদ্ধ্বান্ত নেবে, এমন নামের কারো থাকার সম্ভাবনা নেই, তাই গায়েব হয়ে যাবে তোমার ফেসবুক প্রোফাইল।

 ২। প্রোফাইল পিকচারঃ 
তুমি যদি তোমার প্রোফাইল পিকচারে সালমান খান/শাহরুখ খান বা একটা গোলাপ ফুলের ছবি দাও, তখন মানুষ স্বভাবতই মনে করবে যে তুমি তো সালমান কিংবা শাহরুখ খান নও, আর গোলাপ ফুল তো আর ফেসবুক আইডি খুলতে পারে না, তাই তোমার নিশ্চয়ই কোন কু-মতলব আছে! এরকম অহেতুক সন্দেহ থেকে বাঁচতে নিজের প্রোফাইল পিকচারে নিজেরই একটা ছবি দিয়ে ফেলো, যদি না অন্য কোন সমস্যা না থেকে থাকে। "বাস্তব জগতের এই ভদ্রতাটা কিন্তু ভার্চুয়াল জগতের ক্ষেত্রেও প্রযোজ্য" 

৩। ফেসবুক পোস্টঃ
 ফেসবুকের নিউজ ফিডকে বলা যায় ভার্চুয়াল জগতের চৌরাস্তা। তুমি কি চৌরাস্তায় দাঁড়িয়ে ইচ্ছেমতো যা মন চায় উল্টো-পাল্টা সব বলতে পারবে? পারবে না। সেজন্যে ফেসবুকে কোন পোস্ট করার আগে একটু ভেবে নেবে, চৌরাস্তায় দাঁড়িয়ে কি এরকম কোন কাজ করতে পারতে তুমি? না পারলে দয়া করে এমন কোন পোস্ট করো না যেগুলোর জন্যে তোমার তো বটেই, তোমার ফেসবুক বন্ধুদেরও মানসম্মান নিয়ে টানাটানি পড়ে যায়! ধরো, বাইরে অনেক বৃষ্টি। এখন তুমি যদি ফেসবুকে স্ট্যাটাস দাও যে, বাইরে খুব বৃষ্টি ফিলিং টিপ টিপ বৃষ্টি, তাহলে কিন্তু বাকিরা তোমাকে নিয়ে হাসাহাসি করবে। তোমার কোন কথাকেই তারা আর গুরুত্বের সাথে নেবে না। তাই ফেসবুকে কিছু পোস্ট করার আগে একটু ভেবে নিলেই দেখবে আর কোন সমস্যা হবে না! 

৪.কমেন্ট/ম্যাসেজঃ
 এটাকে বলা যায় সবচেয়ে দরকারি লেসন। আমরা ছোটবেলায় বাবা-মার কাছ থেকে সবাই এই শিক্ষাটা পেয়েছি যে, অপরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, আদব লেহাজের সাথে চলতে হয় সবার সাথেই। বাস্তব জগতের এই ভদ্রতাটা কিন্তু ভার্চুয়াল জগতের ক্ষেত্রেও প্রযোজ্য। কেউ একজন কিছু একটা পোস্ট করলো, তাতে আক্রমণাত্মক কমেন্ট, গালাগালি করা কিংবা হুমকি দেয়া কিন্তু একেবারেই ঠিক না! তুমি হয়তো ভাবছো এ তো সামান্য ফেসবুক, এখানে একটু মারামারি করলে এমন আর কী হবে। কিন্তু এটা ফেসবুক বলেই তোমাকে খুব সহজে ট্র্যাক করা যাবে, ধরে ফেলা যাবে। তাই কমেন্ট করার সময় একটু ভেবেচিন্তে করলেই দেখবে তোমার ভার্চুয়াল লাইফ কত সুন্দর হয়ে গিয়েছে! আমি জানি, তোমরা যারা এই লেখাটা পড়ছো তোমরা সবাই ফেসবুকের এসব নিয়ে যথেষ্ট সচেতন। তাই আমি আশা করবো তোমরা তোমাদের বন্ধুদেরকেও এই লেখাটার মাধ্যমে জানাবে একটা সুন্দর ভার্চুয়াল লাইফ হবার কথকতাগুলো! তাতে যেটা হবে, সারা বাংলাদেশ একসময় ঠিকভাবে ফেসবুক ব্যবহার করা শিখবে। আমাদের একটা সুন্দর ভার্চুয়াল লাইফ হবে। হয়তো মার্ক জাকারবার্গের পরের লাইভ ভিডিওতে চিকন পিন নিয়ে নয়, সায়েন্টিফিক দুর্দান্ত কোন প্রশ্ন করবে।

No comments

Powered by Blogger.