Header Ads

WARNING! 10 Harsh Truths About Life | Ayman Sadiq

 আমাদের জীবনের এমন ১০ টি কঠিন সত্য যেগুলোকে মেনে নিতে পারলে জীবনটা অনেক সহজ আর সুন্দর হয়ে যায়!



১) অর্থ সবসময় অনর্থের মূল নয়।
 ২) তোমাকে সবচেয়ে বেশি যে মানুষটা বোঝে সেটা তুমি নিজেই। 
 ৩) তোমার প্রকৃত পরিচয় আর গুরুত্ব তোমার কাজে। 
 ৪) তুমি যা কিছুই করো না কেন সমালোচনা করার জন্যে কেউ না কেউ থাকবেই।
 ৫) কোনো কিছুই ফ্রি না।
 ৬) তোমার জীবনের ওপরে তোমার আশেপাশের পরিবেশের প্রভাব অনেক বেশি।
 ৭) তোমার সমস্যা সমাধানের দায় তোমারই। এটা যত জলদি বুঝবে ততই ভালো। 
 ৮) সফল হতে চাইলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়।
 ৯) বন্ধু যত বাড়বে যোগাযোগ ততটাই কমবে।
 ১০) ব্যর্থতা সবসময় সফলতার ভিত্তি নয়। সফলতার ভিত্তি হলো ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষা। 

ওপরের এই বাস্তবতাগুলোকে যত জলদি মেনে নেওয়া যাবে ততই আমাদের জীবন থেকে অপ্রয়োজনীয় হতাশাগুলো দূর হয়ে যাবে! 😀

No comments

Powered by Blogger.