Header Ads

Facebook প্রেম




স্কুলে আমি খুবই জনপ্রিয় ছিলাম,ছোট ভাই থেকে বড় ভাইরা সবাই আমায় খুব ভালবাসে। আজ স্কুলে একটা প্রোগ্রাম ছিল।অনেক এঞ্জয় করেছি,এখন অনেক ক্লান্ত লাগছে তাই বাসায় চলে আসলাম।
বাসায় এসেই খাওয়া ও গোসল করে এক ঘুম দেই। ঘুম থেকে উঠে দেখি রাত ৮টা বাজে তাই একটু fb ঢুকে দেখি একটা id ফ্রেন্ড রিকুইস্ট পাঠিয়েছে id টার নাম জেরিন জারা প্রোফাইল এ দেওয়া ছিল পর্দাশীল dslr pic। I'd টা আমার কাছে ভালো লাগে তাই এই id এর request accept করি আর তখনি সাথে সাথে ওই আইডি থেকে মেসেজ আসে
মেয়েটা:আসসালামু আলাইকুম
আমি:ওয়ালাইকুম আসসালাম।কেমন আছেন?
মেয়েটা: আলহামদুলিল্লাহ ভালো আর আপনি
আমি: ভালো।আপনার নাম কি?
মেয়েটা : জারা। আর আপনিতো শান্ত তাই না
আমি: হম কিন্তু আপনি আমায় চিনেন কি করে
মেয়েটা : আমি আরও অনেক কিছুঈ জানি, আচ্ছা আপনিতো মুসলমান তাইনা
আমি: হ্যা, আমি মুসলমান
মেয়েটা: তা আপনি কি এশারের নামাজ পরছেন
আমি: আসলে পরা হয়নি
জারা:এখন গিয়ে নামাজ পরে আসেন
আমি: হম যাচ্ছি
জারা: ওকে talk u later bye
আমি: bye
আমি নামাজ পরে এসে দেখি জারা active নেই। তাই আমিও ঘুমিয়ে পড়ি কাল আবার স্কুলে যেতে হবে তাই ঘুমিয়ে পরলাম
সকালে ঘুম থেকে উঠে fresh হয়ে স্কুলে গেলাম।
বিকালে বাসায় ফিরলাম।
বাসায় এসে পড়া শেষ করে একটু ফেসবুকিং করছিলাম রাত তখন ১ টা বাজে দেখি জারা active আমি ওকে knock দেই
আমি:hlw জারা
জারা: hmm
আমি: কি করেন
জেরিন: যদি বলি আপনার জন্য আপেক্ষা করছিলাম
আমি: আমার জন্য কেন?
জারা: পরে বুঝবেন ।
আমি: ওহ তাই নাকি.??
জারা: হুম......
আমি: আচ্ছা আপনি কসে পড়েন তাইতো বললেন না।
জারা: কেন জানেন না .??
আমি: না, কখনো ত বলেন নাই।
জারা: আমি আপনার সাথেই পড়ি । আপনার স্কুলের থেকে কিছুটা সামনে যে স্কুল টা আছে না ওটায়।
আমি: ও আচ্ছা.!!
জারা: হুম....
আমি: আচ্ছা আমরা কি সারাজীবন আপনি আপনি করেই কথা বলবো??
জারা: আচ্ছা এখন থেকে তুমি করে বলবো ok.?? আমি এখন যাই, ওহ তোমারফোন নাম্বার দাও তো
আমি: ০১৬৪৮৭৮৭১** কিন্তু কেন.??
জারা: bye
জারা আর কিছু না বলে অফলাইনে চলে গেল তাই আমিও ঘুমিয়ে পরি। হঠাত ফজরের সময়
আমার ঘুম ভেঙে যায়, ফোনের শব্দে (কিং কিং) আমি খুব বিরক্তির সাথে ফোনটা ধরলাম
আমি: ওই কেরে এখন
জারা:আসসালামু আলাইকুম আমি জারা।
আমি: oh সরি তা তুমি এখন ফোন দিলে যে?
জারা:ফজরের আজান দিছে যাও গিয়ে নামমাজ পরে আস। আর আমি এই জন্য ই ফোন করেছি
আমি :oh যাচ্ছি
জারা: হম ওজু করে নামজ পরে আস, খোদা হাফেজ
এভাবেই চলছিল আমার আর জারার দিন।প্রতিদিন জারার এতcare এ মুগ্ধ হয়ে গেছি, ধীরে ধীরে মেয়েটার মায়ায় জড়িয়ে পরেছি। জানি না কখন যে জারাকে ভালবেসে ফেল্লাম ওকে আমার মনের অনুভূতি share করতে চাই।তাই ঠিক করলাম আজ ই জারাকে propose করবো এবং ওর সাথে দেখা করবো।
**আমি জারাকে ফোন দিলাম এবং সাথে সাথে ধরলো
আমি: আসসালামু আলাইকুম। কই তুমি?
জারা: বাসায় কেন?
আমি: এখন দেখা করতে পারবা কিছু কথা আছে
জারা: আচ্ছা তাহলে চলে আসো তোমার সেই পছন্দের জায়গায়।
আমি: আমার পছন্দের জায়গা কোনটা সেটা তো তোমাকে বলি নাই , তুমি জানলে কি করে.??
জারা: হি হি হি , শুধু এটাই না আরো অনেক কিছু জানি
আমি: আচ্ছা তোমাকে ঠিক করে চিনবো কিভাবে
জারা: মন থেকে খুজলে এ পাবা
**আমি আর কথা না বলে নদীর পাড়ে চলে গেলাম। গিয়ে দেখি একটা মেয়ে বেঞ্চে এ বসা একটা ত্রি পিচ পরা মাথায় উড়না দেওয়া মেয়েটাকে একেবারে xoss লাগতেছে বিশেষ করে চোখ দুটো
তখন আমি জারাকে ফোন দিলাম দেখলাম ওই মেয়েটা ফোন ধরছে আমি কিছু না বলে সোজা মেয়েটার সামনে গিয়ে হাজির।আর এ এত জেরিন আমাদের আগের স্কুলের top students ছিল।
আমি: তুমি তো জেরিন কিন্তু আমাকে জে বলছিলা
জেরিন: আমার নাম হলো জেরিন জারা।
আমি: ok জে জন্য তোমাকে ডেকেছি সেটা আগে বলি .......
জেরিন: হুম বলো।
আমি:........ ‌‌ I love u
জেরিন: কিহহহ........
আমি:will u be my dream queen
জেরিন: hmmm আমিও তোমাকে প্রথম থেকেই ভালো লাগে I love u 2:
(সমাপ্ত)
জানিনা কেমন হয়েছে
আশা করি ভাল লাগবে...
ভালো লাগলে আশা করি কমেন্ট করে পাশে থাকবেন।
পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন। ধন্যবাদ,,,,,,💕💕

No comments

Powered by Blogger.