Header Ads

উদ্যোগ গ্রহনের পূর্বে এই ১০টি বিষয় অবশ্যই জানা থাকতে হবে । These are the 10 things to know before taking the initiative

জীবনে সবাইকেই কোন না কোন উদ্যোগ গ্রহণ করতে হয়। বিশেষ করে ক্যারিয়ার নিয়ে। আর সেই উদ্যোগ গ্রহণের সুরুতেই অনেকে কিছু ভুল করে বসে। যার ফলে সফলতা ধরা দেয় না। তাই আজকের এপিসোডে আপনি জানতে পারবেন এমন কিছু বিষয়, যা যেকোনো উদ্যোগ গ্রহণের পূর্বে অবশ্যই জানা থাকতে হবে। যেন সেই ভুলগুলো এড়িয়ে সফলতাকে অর্জন করতে পারেন


প্রথমেই জেনে নেই উদ্দ্যোগ কি ?

কোন একটি কাজ সম্পূর্ণ করার লক্ষে শুরু করাকে উদ্যোগ বলে 
ধরুন একজন ইঞ্জিনিয়ার ,কেউ ফ্রীল্যান্সার হবে ।কেউ ইউটিউবার হবে ।
এদের মধ্য কারো কারো উদ্দ্যোগ সফল আবার কারো কারো উদ্দ্যোগ বার্থ হতে পারে ।
আমরা যেহুতু ক্যারিয়ার বা আর্থিক সচ্ছলতা নিয়ে আলোচনা করছি তাই ব্যাবসায়িক দিষ্টিকন থেকে কিছু বিষয় সম্পর্কে জানবো ।

১। আইডিয়া বা প্লানিং এর পিছনে সময় অপচয় না করা ।

শুধু মাত্র আর আইডিয়া বা প্লানিং এর পিছনে সময় অপচয় করা থেকে বিরত থাকতে হবে ।
গভেষোনায় দেখা গেছে অতিরিক্ত চিন্তা বা প্লানিং শুধু মাত্র বিভ্রান্তি তৈরি করে ।এবং শেষ প্রযন্ত কোন সিধান্তে যাওয়া যায় না 

২। প্যাশনকে খুজে বের করা।

এমন কোন বিষয় কি রয়েছে যা আপনার ভালো লাগে ।সেটি খুজে বের করুন।
কিভাবে বুঝবেন আপনার প্যাশন কোনটি ?
এমন কোন বিষয় কি আছে যেটা করতে আপনার খুব ভালো লাগে ।এমন কি মুজুরী না দিলেও আপনি কাজটা করবেন । তেমন ধরেনের কাজই হচ্ছে প্যাশন ।
যেমন ধরুন Mr. Masud কবুতর পুষতে ভালোবাসে কিছু দিন পর সে দেখলো তার মতো আরো অনেকেই আছে জারা কবুতর ভালোবাসে তাই সে অন্য সবার কাছে পচ্ছন্দের কবুতর বিক্রয় করার উদ্দ্যোগ নিল । এতে তার ভালোলাগা ভালো উদ্দ্যোগে পরিনিত হয়ে গেল ।

৩। নগদ ফলাফল আশা করা থেকে বিরত থাকুন ।

সাভাবিক ভাবেই কোন কিছু বেড়ে উঠতে দেরি হয় ।
একটি গাছ ,একডেমি , একটি শিশু , এই গুলো একদিনে হয়নি ।
যে উদ্দ্যোগটি শুরু করতে চাচ্ছেন সেটি করতে কি কি প্রয়োজন এবং সেগুলো কোথায় পাওয়া যায় এই সমস্ত কাজ সম্পূর্ণ করে তার পর ফলাফল আশা করুন 

৪। সব বিষয়ে ধারোনা না থাকাটা সাভাবিক ।

একজন মানুষের সব বিষয়ে ধারনা থাকা সম্ভব নয় । উদ্দ্যোগ গ্রহনের জন্য যে বিষয় গুলো জানা আপনার প্রয়োজন সেই সব বিষয় সম্পকে আপনার ধারনা না থাকতে পারে । কিছু বিষয় হয়ত আপনি খুব ভালো পারেন আবার কিছু বিষয় কম ধারোনা ।
তাই সব কিছু  ভালোভাবে জেনে তার পর শুরু করব এই ভাবনা থেকে বেরিয়ে আসুন ।
এবং কাজ করতে করতে শিখতে থাকুন 

৫। গুরত্তপূর্ণ কাজ আগে করুন এবং আউটসোসিং করুন ।

সবকিছু একা একা করা থেকে বিরত থাকুন আপনি চাইলেও সব কিছু একা করতে পারবেন না ।
তাই যে কাজ গুলো আপনি ভালো জানেন সেই কাজ গুলো নিজে করুন ।
এবং যে কাজ গুলো সম্পর্কে আপনার ধারনা নেই সেই কাজ গুলো অন্য দিয়ে করিয়ে নিন 

৬। একজন মেন্টর খুজে বের করুন ।

ভালো একজন মেন্টর বা পরামর্শ দাতা খুজে বের করা অনেক কঠিন ।কিন্তু এই ইন্টারনেটে মেন্টর খুজে পাবেন জারা ওয়েবসাইট বা YouTube এর মাধ্যমে পরামর্শ দিয়ে থাকে ।য্বকে আপনার ভালো লাগে তার লেখে পড়ে বা ভিডিও দেখতে অনুসরন করতে পারেন  ।বা যার আগে এই কাজের সফলতার অভিজ্ঞতা রয়েছে তাকে পাটনার হিসাবে নেওয়া যেতে পারে।

৭। হঠাৎ করে বর্তমান কাজ ছেরে দেওয়া যাবে না ।

যদি আপনার প্রতি মাসে নিদিষ্ট টাকার প্রয়োজোন হয় তাহলে বর্তমান কাজ টি ছেরে দেওয়া যাবেনা 

৮। শুধু মাত্র বিনেদন থেকে বিরত থাকুন ।

আপনি যখন একটি উদ্দ্যোগ গ্রহন করেছেন তখন সমস্যা থাকবেই  আর  এই সমস্যার হাজারো সমাধান ইন্টানেটে রয়েছে । সেগুলই দেখতে থাকুন যে গুলোকে বলা হয় ইনফোটেইটমেন্ট 

৯।বার্থতাকে ভয় পাওয়া যাবেনা । 

বার্থতা জিবনের একটি অংশ সবাই জিবনে কিছু কাজে সফল আবার কিছু কাজে বার্থতা।
কোন কাজে বার্থ হলেও তা থেকে অনেক কিছু শেখা যায় ।যে অভিজ্ঞতা পরে কোন কাজ করতে গেলে আমাদের অনেক কাজে আশে । তাই বার্থতাকে ভয় না পেয়ে শিখা মনে করুন এবং বার্থতা জয় করুন ।

১০।অনুপ্রেরনা নিন ।

আশেপাসে খোজ খবন নিন ,একই কাজে কেউ সফল হয়েছে কিনা তা জানুন । যদি দেখেন এমন অনেকেই আছে ।তাহলে ভাবুন তারা পেরেছে তাহলে আপনি কেনপারবেন না ।
এবং তাদের কাছে থেকে পরামর্শ নিন ।

No comments

Powered by Blogger.