Time Management For Top five Tips (টাইম ম্যানেজমেন্ট করার জন্য সেরা ৫ টি টিপস ।)
আমরা প্রত্যেকেই জানি সময় অমূল্য সম্পদ, তা সত্ত্বেও জানতে অজান্তে নানাভাবে সময়কে অপচয় করে ফেলি l কিন্তু জীবনে সফল হতে হলে সময়কে সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে l সেজন্য আজকে "সময় ব্যবস্থাপনা" / "Time Management" নিয়ে পাঁচটি টিপস আলোচনা করেছি l আপনি যদি এই টিপস গুলো অনুসরণ করেন নিশ্চিতভাবে ভাল ফলাফল পাবেন l
অর্থাৎ আমাদের জিবনে সময়ের সঠিক বন্ঠন অতান্ত গুরুত্তপূর্ণ একটা বিষয় । আমরা অনেকেই বলে থাকি আমাদের হাতে বেশি সময় নেই এবং অল্প সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে চাই ,আর তখনি ঘটে ঝামেলা ।কোন কাজই ঠিক মত হয় না ।সেই জন্য আজ আপনাদের সাথে এমন পাচটা টিপস সেয়ার করব জেগুলো Flow করে আপনার জিবনের সমস্ত কাজ সময়ের মধ্যে শেষ করে আপনার জিবনকে সাফল্য মন্ডিত করতে পারেন
১। দিনের সুরুতে সারা দিনের কাজের তালিকা প্রস্তুত করুন ।
আপনি যদি অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ করতে চান তাহলে দিনের শুরুরে কাজের তালিকা তৈরি করুন । এতে করে একটি কাজ শেষ করে পরে খুজতে হবে না আপনি এখন কি কাজ করবেন ।
এর জন্য সবচেয়ে ভালো উপায় হলো আগের দিন রাতে তালিকাটা বানিয়ে ফেলুন ।
২। সব সময় ৮০-২০ principle আনুসারে কাজ করুন ।
pareto principle নামে এক principle ছিলো যার মূল কথে হলো আমাদের ৮০ সতাংশ কাজের ফলাফল ২০ সতাংশ কাজের মধ্যে দিয়ে আসে আপনি যদি পড়াশোনার বা ব্যাবসা বানিজ্যে ভালো হতে চান তাহলে আপনাকে এই রুলস আপনাকে মেনে চলতে হবে ।
৮০-২০ principle এর উপর আর আগের একটা কন্টেট আমি পাবলিস করেছি আমার বাকি কন্টের খুজলে তা পেয়ে যাবেন ।
৩। প্রতিটা কাজের একটা deadline দিবেন ।
সমইয় খুবই লিমিটেড তাই কোন একটা কাজে যদি সমস্ত সময় ব্যয় করে ফেলি তাহলে অন্য কাজ গুলো সময়ে শেষ হবে না ।এর জন্য আপনি যখন তালিকা তৈরি করবেন প্রত্যেক কজের জন্য সময় সেট করে দিবেন । যেমন ঃ
পড়ার জন্য ৩ঘন্টা
বাজার ১ ঘন্টা
প্রোজেক্ট এর কাজের জন্য ২ ঘন্টা
দেখবেন সময়ের মধেয় কাজ শেষ করতে গিয়ে আপনাকে অনেক খাটতে হচ্ছে ।আপনি খাটবেন কিন্তু সময়ে শেষ করবেন ।দেখবেন কাজটা শেষ করার পড় আপনি অনেক শান্তি পাচ্ছেন ।
৪। কাজের মধ্যে বিরতি নিবেন ।
কাজ করার সময় একটানা না করে বিরতি নিবেন । ২ ঘন্টা কাজ করার পড় ১০ মিনিট বা ২০ মিনিট আর বিরতি নিবেন । এতে কোন ক্ষতি হবে না এবং এই সময়টাকে তালিকাতে লিখে রাখবেন ।
বিরতি নেওয়ার ফলে কাজে বিরক্তি আসবেনা আর আপনি কাজ করার শক্তি পারেন ।
৫। সময়কে টাকার মত খরচ করুন ।
সবচেয়ে গুরুত্ত পূর্ণ টিপস হলো সময়কে টাকার মতো খরচ করুন । মনে করুন আপনার কাছে ৮৬৪০০ টাকা আছে ,এটা আপনাকে খরচ করতে হবে বা কাউকে দিতে হবে , তো আপনি কোন কিছু না নিয়ে কাউকে এই টাকা টা দিবেন ? আমি নিশ্চিত যে আপনি যদি কাউকে ১০০ টাকা দেন তাহলে আপনি তার কাছ থেকে ১০০ টাকার কোন জিনিস নিয়ে নিবেন ।
ঠিক একই ভাবে সমকে খরচ করা উচিত । আপনার কাছে ১ দিনে ৮৬৪০০ সেকেন্ড থাকে । আপনি প্রতিটা সেকেন্ড কে টাকা ধরে নিয়ে এগিয়ে চলবেন । আপনি যখন এমন ভাববেন এমনটা করবেন ,আপনি একটা সময় বাজে কাজে সময় নষ্ট করবেন না । আর আপনি আপনার মূল্যবান সময়কে আরো বেশি কাজে লাগাতে পারবেন ।
আপনি যদি এই টিপস গুলো অনুসরণ করেন নিশ্চিতভাবে ভাল ফলাফল পাবেন
No comments