Header Ads

What is Freelancing (ফ্রিল্যান্সিং কি?)

ফ্রিল্যান্সিং  এমন একটা কাজকে বোঝায় যেখানে একজন মানুষ কম্পিউটার বা ল্যাপটপের সাথে ইনন্টার নেট কানেক শান দিয়ে ঘরে বাহিরে যে কোন জায়গায় বসে ফাইল আদান প্রদানের মাধ্যমে কোন একটি কাজ করে দেওয়া ।

তখন সেটাকে ফ্রিল্যান্সিং  বোঝায় ।এক্ষেত্রে এখানে যিনি কাজ করছেন আর যার কাজ করে দিচ্ছেন তাদের দূরুত্ত যদি এক রুম থেকে আরেক রুমে হয় ঠিক তখনো তাকে ফ্রিল্যান্সিং  বলে বিবেচিত করা হবে ।এটি এমন একটি বিষয় না যে ফ্রিল্যান্সিং মানেই শুধু আমাদের দেশ থেকে অন্য দেশের কাজ করাকে বোঝায় ।
তাই সহজেই বলা জায় ফ্রিল্যান্সিং যারা করে তারা   কম্পিউটার বা ল্যাপটপের সাথে ইনন্টার নেট কানেক শান দিয়ে ফাইল আদান প্রদান করে থাকে ।
আর যে কাজটি করিয়ে নিচ্ছে তার ক্ষেত্রে হচ্ছে আউটসোর্সিং

No comments

Powered by Blogger.